News:

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি ঢাকা তিন  (3) আসন সংসদীয় থেকে বারবার নির্বাচিত  সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক ডাকসুর ভিপি জনাব,আলহাজ্ব আমান উল্লাহ আমান প্রতিষ্ঠা করেন অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য । কলেজটি সিংগাইর,নবাবগঞ্জ,সাভারও কেরানীগঞ্জের সংযোগ স্থলে অবস্থিত। অত্র অঞ্চলে 10 লাখ জনগোষ্ঠিীর বসবাস। এছাড়া বাংলাদেশ টেনারী শিল্প গার্মেন্টস শিল্পও নানা ধরনের শিল্প গড়ে উঠায় এ অঞ্চলের শিক্ষার চাহিদা দিন দিন বেড়ে চলেছে।  কলেজটির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমবর্ধমান এবং ফলাফল ক্রমাগতভাবে ভালো। ছাত্রছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে 2012 সালে স্নাতক পাশ কলেজে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সুনামের সহিত কাজ করে আসছে। বর্তমানে কলেজের পাশের হার 95% । ভবিষ্যতে কলেজের ফলাফল শতভাগে উন্নীত করাই আমাদের লক্ষ্য ।